ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ট্রাক্টর উল্টে বাবা-ছেলে নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
বরিশালে ট্রাক্টর উল্টে বাবা-ছেলে নিহত

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বাবা-ছেলে নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ মার্চ) বিকেল ৪টার দিকে মাধবপাশা ইউনিয়নের যাত্রাঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাধবপাশার জমিদার বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা হানিফ ফকির (৩৫) ও তার ছেলে মাধবপাশা হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সাব্বির (১০)।

নিহতদের স্বজন আরিফুর রহমান রাজিব বাংলানিউজকে জানান, ট্রাক্টরে চরে বাবা ছেলে বাড়ির দিকে আসছিলো। পথিমধ্যে যাত্রাঘাটা নামক এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ট্রাক্টরের নিচে চাঁপা পরে ঘটনাস্থলেই হানিফ ফকিরের মৃত্যু হয়।  

তার ছেলে ছাব্বিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসলে বিকেল ৫টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শেবাচিম হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।