রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আগুন লেগে একটি মার্কেটের ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৩ মার্চ) বিকেল সোয়া চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বউ বাজার মার্কেটের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী আরও চার-পাঁচটি দোকান পুড়ে যায়।
দোকানে থাকা কোনো মালামাল উদ্ধার করা যায়নি। তবে কীভাবে আগুন লেগেছে তা কেউ জানাতে পারেনি।
এ ব্যাপারে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান প্রসেনজিৎ চাকমা জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা এলে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।