তিনি বলেন, এটি জেলকোডের নিয়মানুযায়ী হতে হয় এবং সে অনুযায়ী হচ্ছে। জেলকোড অনুসরণ করে যেটাই খালেদা জিয়ার কাছে গিয়েছে, সেটি সঠিকভাবেই হয়েছে।
শুক্রবার (২৩ মার্চ) বিকেলে গাজীপুর জেলা শহরে শহীদ বরকত স্টেডিয়ামে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
‘বিএনপিকে জনসভা করার অনুমতি দেওয়া হচ্ছে না’ তাদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ যখন মনে করে সভায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বা আশঙ্কা থাকে তখনই তারা সভা থেকে বিরত থাকতে বলে। এর মানে এই নয়, কোনো দিনই সভা করতে দিবে না।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও মো. আখতারউজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. হারুণ-অর-রশিদ, ডুয়েটের ভিসি অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন, গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মো. হুমায়ূন কবীর ও পুলিশ সুপার মো. হারুন-অর রশিদ প্রমুখ।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সংক্রান্ত বিল নিয়ে সংসদীয় কমিটি থেকে রিপোর্ট দেয়া হয়ে গেছে। আসন্ন সংসদ অধিবেশনে এটি পাস হবে।
অনুষ্ঠানে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১০ কোটি টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
আরএস/এসএইচ