শুক্রবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার বড়শিলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। হারুন অর রশীদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদারের ভাই।
র্যাব-১২ এর তিন নম্বর কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়শিলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গোপালপুর থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ১৭ মার্চ প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিদ্যালয়ের গেটের সামনে যাওয়ার পরেই হারুন অর রশীদ তালুকদারের নির্দেশে ৭/৮ জন তার ওপর হামলা করে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পরপর পুলিশ হারুন অর রশীদ তালুকদার ও ইয়াদ আলী নামে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযোগ উঠেছে, হারুন অর রশীদ উপজেলা আওয়ামী লীগের সভাপতির ভাই হওয়ায় তাকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছাড়িয়ে নেওয়া হয়। পরে রাতে আহত প্রধান শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন। সেখানে প্রধান আসামি করা হয় হারুন অর রশীদ তালুকদারকে।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
আরএ