শুক্রবার (২৩ মার্চ) বিকেলে র্যাব-৮ ও কোস্টগার্ডের সদস্যরা বরিশালের কীর্তনখোলা, সাহেবেরহাট ও লাহারহাট সংলগ্ন নদীতে এ অভিযান পরিচালনা করে।
র্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসাইন খান ও জেলা মৎস অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে জব্দ হওয়া জাটাক বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। আর কারেন্ট জালগুলো পুড়িয়ে নষ্টা করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
এমএস/জিপি