চুনারুঘাটে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রাম থেকে ১ হাজার পিস ইয়াবাসহ সোহেল মিয়া (১৯) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ মার্চ) সন্ধ্যায় ওই এলাকার জন চলাচলের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।