শুক্রবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগর প্রজেক্টের পাঁচ নম্বর সড়কের ১০৬ নম্বর বাসার ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিপ্লব মানসিক ভারসাম্যহীন এবং তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের।
তার বাবার নাম কবির উদ্দিন আহমেদ। গ্রামের বাড়ি ব্রাণবাড়িয়ার নবীনগরে।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিক জানান, সন্ধ্যায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিপ্লবকে দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মৃতের মামাত ভাই মনির জানান, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়তেন বিপ্লব। তবে মানসিক ভারসাম্য হারানোর কারণে তার পড়ালেখায় ব্যাঘাত ঘটে।
তবে কেন বিপ্লব আত্মহত্যা করেছেন তা জানাতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
এজেডএস/এসআই