শুক্রবার (২৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মৌবাড়িয়া গ্রামের পাঁচ রাস্তার মোড়ে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত এনামুল কাজী ওই এলাকার শামসের কাজীর ছেলে।
পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মৌবাড়িয়া এলাকার দু’টি পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে রাতে প্রতিপক্ষের লোকজন এনামুলকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
উভয়পক্ষই আওয়ামী লীগ সমর্থক। পরে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। হত্যাকারীদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এসআই