ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শিশুর শ্লীলতহানীর চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
শিশুর শ্লীলতহানীর চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় একটি শিশুর শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় শ্যাম প্রসাদ ঢালী নামে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২৩ মার্চ) ওই ছাত্রীর মা শ্যাম প্রসাদকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ উপজেলার নগরবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

তিনি নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বাসায় প্রাইভেট পড়তেন শ্যাম প্রসাদ। ৮ মার্চ প্রাইভেট পড়া শেষ করে অন্য শিক্ষার্থীদের ছুটি দিলেও ওই ছাত্রীকে বাড়তি পড়ানোর কথা বলে কৌশলে রেখে দেন তিনি। এসময় বাসায় অন্য কেউ না থাকায় শ্যাম প্রসাদ মেয়েটির শ্লীলতাহানীর চেষ্টা করেন। কোনো মতে মেয়েটি সেখান থেকে বের হয়ে বাড়ি এসে মাকে সব খুলে বলে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মোল্লা মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ঘটনার পর থেকে মেয়েটি স্কুলে যাচ্ছে না। এ ঘটনায় তার মা বাদী হয়ে শুক্রবার প্রধান শিক্ষক শ্যাম প্রসাদ ঢালীকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন।  

বাদীর দাবি অনুযায়ী, তিনি ঘটনা জেনে স্কুল ম্যানেজিং কমিটির একাধিক সদস্যকে বিষয়টি জানান এবং বিচার দাবি করেন। কিন্তু তাদের কাছে কোনো বিচার না পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ০৫২৩ ঘন্টা, মার্চ ২৪, ২০১৮

এমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।