ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে বস্তার গোডাউন পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
সৈয়দপুরে অগ্নিকাণ্ডে বস্তার গোডাউন পুড়ে ছাই আগুনে পুড়ে যাওয়া চটের বস্তা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড গোলাহাটে একটি বস্তার গোডাউনে আগুন লেগে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে দুই হাজার বস্তা, একটি মোটরসাইকেল, বস্তা সেলাইয়ের দু’টি মেশিন, আসবাবপত্র, দু’টি ইলেক্ট্রিক মিটারসহ অন্যান্য জিনিসপুত্র পুড়ে ছাই হয়ে গেছে।

আগুন লাগার খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মশার কয়েল থেকে এ  আগুনের সূত্রপাত বলে নিশ্চিত করেছে ক্ষতিগ্রস্ত কারখানার মালিক ও সৈয়দপুর ফায়ার সার্ভিস।
 
প্রত্যক্ষদর্শী মোস্তাকিম, সুজন, সোহেলসহ প্রতিবেশীরা জানায়, এলাকার রেলওয়ে কারখানার কর্মচারী কাইয়ুমের ছেলে রিজওয়ানের বাড়ি ( যেখানে সপ্তাহ খানেক আগে তিনি চালের বস্তা তৈরির কাজ শুরু করেন) থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখার তাপে আশপাশের বাড়ির ঘুমন্ত লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন।
কারখানার মালিক রিজওয়ান জানান, বস্তার গোডাউনে যে কয়জন কাজ করে তারা প্রতিদিনের মত কাজ করে বাড়ি চলে যান। রাতে নাসির নামে একজন বয়স্ক লোক থাকেন দেখাশোনার জন্য। তিনি কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন এবং সেই কয়েলে আগুনের সূত্রপাত।
 
সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কর্মীরা। আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।