ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
ধামরাইয়ে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ দুর্ঘটনা কবলিত ট্রাক-লেগুনা

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে সুফিয়া আক্তার (২৮) নামে এক যাত্রী নিহত ও ছয়-সাতজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 
এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার (ওসি) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, মানিকগঞ্জের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও লেগুনা রাস্তার পাশের খাদের পড়ে যায়। এসময় সুফিয়া আক্তার নামে লেগুনার এক যাত্রী ঘটনাস্থলে মারা যান।

এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।