শনিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাজীরহাট বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক নূর ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার সকালে দোকানে আগুন দেখে বাজারের লোকজন তাকে খবর দেয়।
এরই মধ্যে তার দোকান, পাশে আব্দুর রাজ্জাকের তুলার ফ্যাক্টরি ও মনোয়ারের চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
আরএ