শনিবার (২৪ মার্চ) রাতে ও ভোরে সদর উপজেলার ত্রিমোহনী ও পলাশবাড়ি উপজেলার আমলাগাছি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক রেজ্জাকুল ত্রিমোহনী এলাকার হাসেন আলীর ছেলে এবং শাপলা আমলাগাছি এলাকার রাসেল সরকারের স্ত্রী।
গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদে ত্রিমোহনী এলাকায় অভিযান চালিয়ে রেজ্জাকুলকে ১২০ পিস ও আমলাগাছিতে অভিযান চালিয়ে শাপলাকে ১৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে গাইবান্ধা সদর ও পলাশবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উভয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
টিএ