শনিবার (২৪ মার্চ) দুপুরের চান্দিনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাকারিয়া এ দণ্ড দেন।
শিহান চান্দিনা উপজেলার পৌর এলাকার মহারং গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, সকালে চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে উপজেলা সদরের পুরাতন গরু বাজার সংলগ্ন এলাকায় যৌন হয়রানি করে শিহান। এ বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে অবহিত করলে ইউএনও জাকারিয়ার নেতৃত্বে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মহব্বত হোসেন শিহানকে আটক করে। ওই স্কুলছাত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা স্বীকার করেন শিহান। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দেওয়া হয়।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জাকারিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
আরআইএস/