শনিবার (২৪ মার্চ) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নাজমুল গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করতেন।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ১৬/২ নর্থ-সাউথ রোড ভূতের গলির একটি পাঁচ তলা বাড়ির চার তলার একটি ফ্লাট থেকে নাজমুলের মরদেহ উদ্ধার করা হয়। সকালে বাসায় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তবে তার আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এজেডএস/এসআরএস