মাগুরা: মাগুরায় পানিতে ডুবে নৃপেন্দ্রনাথ বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলার নতুন বাজার সাহা পাড়া দোয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে ওই এলাকায় শাপলা তুলতে গিয়েছিলেন নৃপেন্দ্রনাথ।
সেখানে পানিতে পড়ে ডুবে যান তিনি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন বাংলানিউজকে বলেন, শাপলা তুলে নিয়ে আসার সময় পানিতে মৃত্যু হয় নৃপেন্দ্রনাথের। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।