মৃত ব্যক্তির শরীরে দু'টি হাফ হাতা গেঞ্জি (একটি চেক ও একটি লাল) ও গলায় বড় একটি তাবিজ রয়েছে।
শনিবার (২৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার পূর্ব রায়াপুরের লক্ষ্মীর খাল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নলছিটি থানার কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল হালিম তালুকদার।
তিনি জানান, রাতে খালের মধ্যে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নলছিটি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এমএস/এএটি