নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে তাকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল-ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন।
তিনি বলেন, কলাপাড়া থানার ওসির বিরুদ্ধে সু-নির্দিষ্ট কোনো অভিযোগ নেই, তবে তিনি নির্বাচনে পক্ষপাতিত্ব করতে পারে বলে মনে করছেন নির্বাচন কমিশন।
শনিবার (২৪ মার্চ) সন্ধ্যায় তাকে প্রত্যাহারের পর থেকে ওসি তদন্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।
আগামী ২৯ মার্চ কলাপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এমএস/এএটি