ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

'গ্যাস সিলিন্ডার' বিস্ফোরিত হয় ভালুকার আরএস টাওয়ারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
'গ্যাস সিলিন্ডার' বিস্ফোরিত হয় ভালুকার আরএস টাওয়ারে আরএস টাওয়ার। ছবি: অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকার ছয় তলা আরএস টাওয়ারে বিস্ফোরণ ঘটেছে গ্যাস সিলিন্ডার থেকে। 

বোম ডিসপোজাল টিমের বরাত দিয়ে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ।  

তিনি জানান, রোববার (২৫ মার্চ) ভোরে ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনের পর প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন গ্যাস সিলিন্ডার থেকেই এ বিস্ফোরণ ঘটে।

পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বাংলানিউজকে জানান, বোম ডিসপোজাল টিমের সদস্যরা বিস্ফোরণের কারণ সনাক্তের চেষ্টা করছেন। কেন গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলো তা পরে জানা যাবে।  

শনিবার (২৪ মার্চ) দিনগত রাত ১টার দিকে ওই ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌহিদ অপু প্রাণ হারান।  

গুরুতর অগ্নিদগ্ধ শাহীন, দীপ্ত সরকার ও হাফিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এ ঘটনায় সকাল সাড়ে ৯টা পর্যন্ত র‍্যাব ও পুলিশ সদস্যরা ভবনটিকে ঘিরে রাখে।

ভালুকায় ৬ তলা ভবনে বিস্ফোরণ, নিহত ১, দগ্ধ ২ (আপডেট)
ভালুকায় বিস্ফোরণ, হতাহতরা কুয়েট শিক্ষার্থী
ভালুকায় বিস্ফারণে দগ্ধ ৩ জন ঢামেকে চিকিৎসাধীন
আরএস টাওয়ার বিস্ফোরণের কারণ খুঁজছে র‌্যাব-পুলিশ
ভালুকায় বিস্ফোরণ, যাচ্ছে বোম ডিসপোজাল ইউনিট

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮ 
এমএএএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।