রোববার (২৫ মার্চ) সকাল পৌনে ১১টায় মানিক মিয়া এভিনিউতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) তিনটি বাস সার্ভিস উদ্বোধন শেষে মন্ত্রী এ প্রশ্ন করেন।
তিনি বলেন, যারা সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তারা পাকিস্তানের দোসর ও বন্ধু।
সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি যে সমাবেশ করেছে তাতে তাদের বিরুদ্ধে আন্দোলনকারী দল হিসেবে খারাপ লেগেছে কি না এমন প্রশ্নে কাদের বলেন, এদেশে আরও খারাপ লাগার বিষয় আছে। সেগুলো তো হজম করে যাচ্ছি।
তিনি বলেন, তারাতো নিবন্ধিত দল। সংসদে বিরোধী দল। তাদের সভা-সমাবেশ নতুন কিছু নয়। সোহরাওয়ার্দীতে করছে বলে কি সমস্যা।
এসময় মন্ত্রী উত্তরায় সার্কুলার বাস, সদরঘাট থেকে ঢাকার দিকে ৩টি বাস এবং খিলক্ষেত থেকে মতিঝিলে অফিস যাত্রীসেবা বাসের উদ্বোধন করেন।
মন্ত্রী বিআরটিসির গাড়ি বহর বৃদ্ধির খবর জানিয়ে বলেন, ইন্ডিয়ান লাইন অব ক্রেডিটে ৫শ’ ট্রাক, ২শ' ডাবল ডেকার, ১শ’ নন এসি বাসের অচিরেই টেন্ডার হবে। অক্টোবরের মধ্যেই এসব বাস রাস্তায় নামবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ডিপোতে পরিত্যক্ত অবস্থা থেকে ১২০টি গাড়ি মেরামত করে চালু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮/ আপডেট: ১২১৪ ঘণ্টা
এসএ/আরআর