রোববার (২৫ মার্চ) সকালে পুলিশ বাড়ির পাশের পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জালাল উদ্দিন বলেন, রোববার সকালে আব্দুর রশিদের বাড়ির পাশের পুকুর পাড়ে তার গলা কাটা মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ধারালো একটি বটি জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বটি দিয়ে গলা কেটে তাকে হত্যার পর মরদেহ এখানে ফেলে রেখে গেছে। কারা, কেন তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এসআই