ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপি’র চোখে ছানি, দেশের উন্নয়ন দেখতে পায় না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
বিএনপি’র চোখে ছানি, দেশের উন্নয়ন দেখতে পায় না তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু/ছবি- সুমন শেখ

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করেছে। দেশের এ উন্নয়ন স্পর্শ করা যায়, ধরা-ছোঁয়া যায়। এ উন্নয়ন জাতিসংঘ দেখলো, ইউনেস্কো দেখলো, জাইকা দেখলো- শুধু দেখলো না বিএনপি। বিএনপির চোখে ছানি, তাই তারা উন্নয়ন দেখতে পায় না।

রোববার (২৫ মার্চ) রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন।  

‘এলডিসিভুক্ত দেশ হতে বাংলাদেশের উত্তরণ: নৌ-পরিবহন সেক্টরে অর্জিত সাফল্য, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে নৌ-পরিবহন মন্ত্রণালয়।

নৌপথ ও নদীপথের উন্নয়নের প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে নৌপথ ও নৌ-বন্দরের ব্যাপক উন্নয়ন হয়েছে। বন্দরগুলোতে যান চলাচল বৃদ্ধি পেয়েছে। মানুষের হয়রানি কমেছে। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নৌপথ ও বন্দরে আমূল পরিবর্তন হয়েছে।  

ইনু আরও বলেন, উন্নয়নশীল দেশের পথে এগিয়ে যাওয়ার কারণ হচ্ছে, রাষ্ট্র তার ভূমিকা আবিষ্কার করেছে। কোথায় কোথায় দুর্বলতা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে- রাষ্ট্র এগুলো আবিষ্কার করে উন্নয়ন করেছে। এজন্য নাটকীয়ভাবে বৈষম্য কমেছে।  

তিনি বলেন, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আলাদাভাবে অর্থ বরাদ্দ করেছে। তখন অনেকে এর সমালোচনা করেছে। কিন্তু সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অর্থ বরাদ্দ করায় হতদরিদ্র ও দারিদ্র্য কমেছে।  

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুস সামাদ, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এমসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।