বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি বাংলানিউজকে জানান।
কারাসূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার রোববার দুপুর সোয়া ১২টার দিকে খালেদা জিয়ার আইনজীবীদের চিঠি কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া আইনজীবীরা হলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুর রেজাক খান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
কারা কর্তৃপক্ষ আইনজীবীদের তালিকা সম্বলিত চিঠি গ্রহণ করেন দুপুর সোয়া ১২টায়।
খালেদার সাজা বাড়াতে হাইকোর্টে দুদকের আপিল
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এমএইচ/এএ