রোববার (২৫ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জাবিদ হোসেন এ রায় ঘোষণা করেন।
২০০৩ সালের ২৪ মে রাতে রংপুর নগরীর তালুকরঘু তামপাট এলাকায় পুলিশের এএস আই আলতাফ তার বাড়ির গৃহকর্মী মঞ্জিলাকে ধর্ষণ করে হত্যা করে।
এ ঘটনায় নিহেতর মা রাবেয়া খাতুন বাদী হয়ে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এই মামলায় দীর্ঘ ১৫ বছর ধরে বিচার চলার পর অবশেষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৮
আরআর