ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

২৬ মার্চে নৌবাহিনীর জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
২৬ মার্চে নৌবাহিনীর জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ।

ঢাকা: মহান স্বাধীনতা দিবস সোমবার (২৬ মার্চ) উদযাপনে নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল এবং চাঁদপুর জেলায় জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

রোববার (২৫ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

অঞ্চল স্থানসমূহঃ ঢাকা সদর ঘাট, চট্টগ্রাম নেভাল জেটি, নিউ মুরিং, চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাঁট, খুলনা বিআইডব্লিউটিএ ঘাঁট/রকেট ঘাঁট মোংলা বাগেরহাট দিগরাজ নেভাল বার্থ, মোংলা ও বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁট।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।