রোববার (২৫ মার্চ) ভোর থেকে শুরু হয়ে সকাল ১০টা পর্যন্ত এ উৎসবের আয়োজন করে হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকার বাংলানিউজকে জানান, ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংর্কীতনের মধ্যদিয়ে পুণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন।
স্নানোৎসব পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, সাবেক মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার প্রমুখ।
এ উৎসব উপলক্ষে ব্রহ্মপুত্র নদের তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ী ও কাচারী মাঠ ও রামপুর বাজারে বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এনটি