রোববার (২৫ মার্চ) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে ১১ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি নিশ্চয়ই বাইরের (বিদেশি) আইনজীবীর মতামত নিতে পারেন।
বিএনপি যদি সেই লর্ড কার্লাইলকে নিয়োগ করে থাকেন সেটা অত্যন্ত দুঃখজনক হবে। কিন্তু অন্যদিকে আমি বলবো, বিএনপির কাছ থেকে এরকমটাই মানুষ আশা করে। কারণ হচ্ছে তাদের মিটিংয়ে যুদ্ধাপরাধীদের জন্য দোয়া হয়। বিএনপি যে বাংলাদেশ বিশ্বাস করে না সেটা অনেকবার তারা প্রমাণ করেছে। বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রেও আরেকবার তারা প্রমাণ করলো।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এসই/এসএইচ