ভূঞাপুরে স্নানোৎসবে পুণ্যার্থীর ঢল
টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি যমুনা নদীতে অষ্টমী স্নানোৎসবে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নেমেছে।
রোববার (২৫ মার্চ) ভোর থেকে এ স্নানোৎসব শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, স্নান উপলক্ষে স্নানোৎসব কমিটি পুণ্যার্থীদের সেবা দিতে বিভিন্ন ক্যাম্প স্থাপন করেছে।
এসব ক্যাম্প থেকে পুণ্যার্থীদের রান্না করা খাবার, স্নান ঘাটে কাপড় পাল্টানোর পর্যাপ্ত ব্যবস্থা ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়। স্নান উৎসবকে কেন্দ্র করে স্নান ঘাটে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
আয়োজক কমিটির সভাপতি বাবলু হালদার বাংলানিউজকে জানান, প্রশাসনের সহযোগিতায় স্নানোৎসব সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ বাংলানিউজকে জানান, স্নানোৎসব উপলক্ষে প্রশাসন থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্নান ঘাটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।