নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অরুণ চন্দ্র দাশ (৬০) নামে এক পুণ্যার্থী নিহত হয়েছেন।
রোববার (২৫ মার্চ) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শরীয়তপুর থেকে একটি রিজার্ভ মিনিবাসযোগে অন্যান্য পুণ্যার্থীদের সঙ্গে অরুণ লাঙ্গলবন্দ স্নান উৎসবে যাচ্ছিলেন।
পথে ওই বাসস্ট্যান্ড এলাকায় যানজট থাকায় অরুণসহ কয়েকজন যাত্রী গাড়ি থেকে নামেন। এসময় বাসটি ছেড়ে দেওয়ার একপর্যায়ে দৌঁড়ে বাসের ওঠার সময় অরুণ পা পিছলে পড়ে যায়। এতে ওই বাসের নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।