রোববার (২৫ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেহেলী লায়লা এ কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ফয়সাল শাহজাদপুর পৌর এলাকার শেরখালী মহল্লার আব্দুস সামাদের ছেলে ও মনিরামপুর বাজারের হাইটেক কম্পিউটার দোকানের মালিক।
শাহজাদপুর ইউএনও শেহেলী লায়লা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ফয়সাল আহমেদ দীর্ঘদিন ধরে নিজ কম্পিউটার দোকানে স্বাক্ষরসহ স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার জাল করে ৫ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কম্পিউটারে বিভন্ন ধরনের একাধিক ডিও লেটারের নমুনা পাওয়া যায়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
আরএ