ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় বন্দুক ও গুলিসহ তিন ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
উখিয়ায় বন্দুক ও গুলিসহ তিন ডাকাত আটক র‌্যাবের হাতে আটক ডাকাত সদস্যরা/ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (২৫ মার্চ) সকালে উপজেলার মাছকারিয়া এলাকায় আদর্শ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফলিয়াপাড়া এলাকার মো আব্দুস সালামের ছেলে মো জসিম উদ্দিন (৩০), আবু শামার ছেলে মোঃ নুরুল বশর (৩০) ও মধুরছড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো আনোয়ার হোসেন (২৮)।

কক্সবাজার র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার মাছকারিয়া এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিন ডাকাতকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১০টি ওয়ান শুটারগান, ১টি এসবিবিএল, ৩ রাউন্ড গুলি, ৩টি রামদা, ১টি কিরিচ এবং ৫ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আটকদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নতুন করে সংশ্লিষ্ট আইনে মামলা করে অস্ত্রসহ আটকদের উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
টিটি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।