ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে শাশুড়িকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
কালিহাতীতে শাশুড়িকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে শাশুড়িকে পিটিয়ে হত্যা করেছেন সাজেদা নামে এক গৃহবধূ। এ ঘটনায় গৃহবধূকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার নারান্দিয়া কদমতলি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা আয়জান বেগম (৬০) ওই গ্রামের মৃত জমেদ আলীর স্ত্রী।

এ ঘটনায় রোববার (২৫ মার্চ) দুপুরে আয়জানের মেয়ে সালেহা বেগম বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেছেন।

মনিরুজ্জামান নামে স্থানীয় এক ব্যক্তি বাংলানিউজকে বলেন, আয়জান ও তার ছেলের বউ সাজেদার মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এর ধারাবাহিকতায় শনিবার রাতে ঝগড়ার একপর্যায়ে সাজেদা পানির কলস দিয়ে আয়জানের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহটি উদ্ধার ও সাজেদাকে আটক করে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বাংলানিউজকে বলেন, রোববার দুপুরে মরদেহের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।