রোববার (২৫ মার্চ) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
এছাড়া এ সময় সদর উপজেলার ৫০ জন দুস্থ নারীদের মধ্যে ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
নারী শিক্ষার প্রসার ও নারীর কর্মসংস্থানের লক্ষ্যে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে এ বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাশেম দফাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
নুরুল আমিন কোতোয়াল ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম হাওলাদার, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগ সভাপতি এমএ মজলিশ খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস
চেয়ারম্যান ফাতেমা আক্তার শিল্পী, রুদ্রকর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
আরএ