ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

এবার মায়ের আঙ্গুল কেটে দিলো মাদকাসক্ত ছেলে!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এবার মায়ের আঙ্গুল কেটে দিলো মাদকাসক্ত ছেলে! কেটে ফেলা আঙ্গুলের অংশ/ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে এবার নেশার টাকার জন্য মায়ের আঙ্গুল কেটে দিয়েছে মাদকাসক্ত ছেলে। রোববার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে শহরের রেশমপট্টি এলাকার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মুসা আহমেদ (৪৫) নামের ওই মাদকাসক্তের মা হাবিবা বেগমকে (৭০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আহত হাবিবা বেগম মহানগরীর রেশমপট্টি এলাকার কাপড় ব্যবসায়ী লুৎফর রহমানের স্ত্রী। তিনি ছয় সন্তানের জননী। সন্তানদের মধ্যে মুসা মাদকাসক্ত। মাদকাসক্তি নিরাময়ের জন্য মুসা দুই বছর রিহাব সেন্টারে ভর্তি ছিলেন। কিন্তু এরপরও তিনি মাদকাসক্ত থেকে সেরে উঠতে পারেননি।

বাবা লুৎফর রহমান জানান, রিহাব সেন্টারে চিকিৎসার পর মুসার বিয়েও দেওয়া হয়। কিন্তু একই কারণে তার স্ত্রী সঙ্গে সম্পর্ক নেই। এ জন্য মুসা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে।

রোববার সকালে নেশার টাকা নিয়ে মা হাবিবার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মুসা ধারালো চাকু দিয়ে তার মায়ের হাতে আঘাত করে। এতে তার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলটা কেটে যায়। পরে তাকে আহতাবস্থায় রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে বাড়ি নিয়ে আসা হয়েছে। বর্তমানে বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে।

এরআগে বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলারপশ্চিম মুক্তারপুর গ্রামে প্রতিবেশী নারীকে কুপিয়ে খুন করে মকসেদ আলী (৩০) এক মাদকাসক্ত যুবক। নিহত ওই নারীর নাম মর্জিনা বেগম ওরফে লতা (৫৫)। মর্জিনা বেগম ওই গ্রামের মৃত সাইফুল ইসলাম ওরফে তারার স্ত্রী।

ঘটনার পর গণপিটুনি দিয়ে মকসেদ আলীকে পুলিশের কাছে সোপর্দ করে গ্রামবাসী। মকসেদ ওই গ্রামের জামাল উদ্দীন প্রামানিকের ছেলে। তিনি কারাগারে আটক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।