অতীতে পাপ মুক্তির আশায় রোববার (২৫ মার্চ) সকাল থেকে শেরপুর এলাকার ঐতিহাসিক ভবানী মন্দিরের শাঁখারি পুকুরে চলছে স্নানোৎসব। স্নানোৎসবে জেলা ও উপজেলা থেকে হাজার হাজার পুণ্যার্থীরা অংশ নিচ্ছেন।
শিখা রানী দাস পরিবারের সঙ্গে এসেছেন রাজশাহী থেকে। এই ভক্ত বাংলানিউজকে বলেন, ‘মায়ের কাছে এসেছি আর্শীর্বাদ নিতে ও শাঁখারি পুকুরে স্নান করেছি। মনবাসনে পূরণে মায়ের দর্শন নিয়েছি। মাকে পূজা করেছি’।
সিরাজগঞ্জ থেকে পরিবার নিয়ে মন্দিরে স্নানোৎসবে শামিল হতে এসেছেন সুশান্ত ভৌমিক। তিনি বাংলানিউজকে বলেন, ‘ধর্মীয় রীতিনীতি মেনে স্নান করেছি। মায়ের কাছে গিয়ে অতীত জীবনের পাপ মোচনের জন্য প্রার্থনা করেছি।
ভবানীপুর মন্দির উন্নয়ন সংস্কার ও পরিচালনা কমিটির সঙ্গে সংশ্লিষ্ট নিমাই ঘোষ বাংলানিউজকে জানান, স্নানোৎসবে যোগ দিতে ভক্ত সাধারণ আগের দিন থেকেই মন্দির এলাকায় আসতে শুরু করেছে। চলবে সন্ধ্যা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এমবিএইচ/এএটি