রোববার (২৫ মার্চ) সকাল থেকে নলকা ব্রিজের পূর্ব পাশের এক নম্বর পিলারের ওপরের ভীমের ফাটল ও দেবে যাওয়া অংশে স্টিলের পাইপ বসিয়ে সংস্কার শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। আগামী সাতদিনের মধ্যে সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম জহুরুল ইসলাম জানান, সড়ক ও জনপথ বিভাগের ব্রিজ ডিজাইন বিশেষজ্ঞদের পরামর্শে সংস্কার করা হচ্ছে। এর আগে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ফেটে যাওয়া ভীমের নিচে বালুর বস্তা দিয়ে স্তূপ করে রাখা হয়। ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্রিজের ওপর দিয়ে ২১ টনের বেশি ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬টি জেলার সড়ক যোগাযোগের একমাত্র এ মহাসড়কের পুরাতন জীর্ণ নলকা সেতুটির একটি গার্ডারে ফাটল ধরেছে। শুক্রবার বিকেলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে রাতেই ফাটল ধরা গার্ডারের নিচে বালুর বস্তা দিয়ে সাপোর্ট দেওয়া হয়। ওই সময় থেকেই ব্রিজের ওপর দিয়ে ভারি যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়।
শনিবার দুপুরে সড়ক বিভাগের ব্রিজ ডিজাইন ইউনিটের নির্বাহী প্রকৌশলী কাউসার হোসেনের নেতৃত্বে বিশেষজ্ঞরা এসে সয়েল টেস্ট করেন। পরীক্ষা শেষে গার্ডারের নিচে স্টিলের পাইপ বসিয়ে সংস্কারের পরামর্শ দেন।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এসআই