রোববার (২৫ মার্চ) বিকেলে নাভরণ-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শার্শার বাগআচড়া গ্রামের আব্দুল ওয়াবের ছেলে নজরুল ইসলাম (৩৪), নাভরণ যাদপপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আলম হোসেন (৫৫) ও বেনাপোলের ছোটআচড়া গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী রুকসনা বেগম (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে নাভরণ-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালী বাজারে যাত্রী নামাচ্ছিলেন মাহেন্দ্রের চালক। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক মাহেন্দ্রটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক মারা যায়। পরে আহত অবস্থায় মাহেন্দ্রের ৬ যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে দুই যাত্রী মারা যায়। আহত অন্য যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাভরণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) পলিটন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এএইচ/আরআইএস/