শনিবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টায় উখিয়া বাজারের হাজী জসিম মার্কেটের দ্বিতীয় তলার ইমন ভিডিও অ্যান্ড পুস্প বিতান থেকে তাদের আটক করা হয়।
আটক দু’জন হলেন- চট্টগ্রামের মীরসরাইয়ের মধ্যম মায়ানী গ্রামের বীরেন্দ্র বড়ুয়ার ছেলে ও উখিয়া থানার কনস্টেবল সৌরভ বড়ুয়া এবং উখিয়ার পিনজিরকুল গ্রামের হাজী শাহাজাহানের ছেলে ও ইমন ভিডিও অ্যান্ড পুষ্প বিতানের মালিক মো. ইমন (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ইমন ভিডিও অ্যান্ড পুস্প বিতানে অভিযান চালিয়ে সৌরভ ও ইমনকে আটক করা হয়। এ সময় সৌরভের হাতে থাকা একটি শপিংব্যাগে তল্লাশি করে পাঁচটি নীল প্যাকেটে মোড়ানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের ডবলুমুরিং সার্কেলের ইনস্পেক্টর আবুল কাশেম বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়ায় থানায় সোপর্দ করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ- পরিচালক শামীম আহমেদ বলেন, ১০ হাজার ইয়াবাসহ আটক দু’জনের মধ্যে একজন উখিয়ায় থানায় কর্মরত রয়েছে। তিনি কনস্টেবল বলে শুনেছি। তবে এ বিষয়ে কথা বলার জন্য উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করা হলেও তিনি রিসিভ করেনি।
কক্সবাজার আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী দিদারুল আলম বাংলানিউজকে বলেন, আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
টিটি/এসআরএস