ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে মেঘনায় ডুবে ৩ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
চাঁদপুরে মেঘনায় ডুবে ৩ শিশুর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিনটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ মার্চ) দুপুর ১টার দিকে ওই ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইব্রাহীমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো ইব্রাহীমপুর গ্রামের রাড়ী বাড়ীর স্বপন রাড়ীর মেয়ে ফাতেমা আক্তার (৬), গাজী বাড়ীর মো. জাহাঙ্গীর গাজীর মেয়ে মরিয়াম (৬) ও বারেক গাজীর মেয়ে মারজিয়া (৭)।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মান্নান গাজী বাংলানিউজকে জানান, দুপুরে গ্রামের কয়েকটি শিশু মেঘনায় গোসল করতে যায়। গোসল শেষে অন্য শিশুরা বাড়িতে ফিরলেও ওই তিনজন নিখোঁজ হয়। বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পর নদীতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। এ অবস্থায় শিশু তিনটিকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।

ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বাংলানিউজকে বলেন, চরাঞ্চল থেকে কোনো মুমুর্ষ রোগীকে চাঁদপুর সদর হাসপাতালে দ্রুত আনার কোনো ব্যবস্থা নেই। এ কারণে ওই তিন শিশুকে হাসপাতালে আনাও সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।