ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
খুলনায় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১ ঘটনাস্থলে থাকা সিলিন্ডার ও ইনসেটে বাহাদুরের মরদেহ/ ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনার নিরালা প্রত্যাশা আবাসিক এলাকায় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাহাদুর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুই জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের নাম কালাম অপর জনের নাম জানা যায়নি।

রোববার (২৫ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বাহাদুর গ্যাস বেলুন বিক্রেতা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি পুলিশিং) সোনালী সেন বাংলানিউজকে জানান, সোমবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে বেলুন বিক্রির জন্য একটি মাঠে বসে গ্যাস সিলিন্ডার তদারকি করছিলেন বাহাদুর। এমন সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই বাহাদুর নিহত হন।  

বিস্ফোরণে বাহাদুরের দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় বাহাদুরের সঙ্গে থাকা আরও দুইজন গুরুতর আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-কমিশনার সোনালী

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।