রোববার (২৫ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বাহাদুর গ্যাস বেলুন বিক্রেতা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি পুলিশিং) সোনালী সেন বাংলানিউজকে জানান, সোমবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে বেলুন বিক্রির জন্য একটি মাঠে বসে গ্যাস সিলিন্ডার তদারকি করছিলেন বাহাদুর। এমন সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই বাহাদুর নিহত হন।
বিস্ফোরণে বাহাদুরের দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় বাহাদুরের সঙ্গে থাকা আরও দুইজন গুরুতর আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-কমিশনার সোনালী
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এমআরএম/আরআইএস/