ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

স্বাধীনতা দিবসে ট্রাম্পের শুভেচ্ছা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
স্বাধীনতা দিবসে ট্রাম্পের শুভেচ্ছা

ঢাকা: ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২৫ মার্চ) পৃথক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে লেখা শুভেচ্ছা বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনে আমরাও শামিল হবো। দুই দেশের অংশীদারিত্বকে আরো জোরদার করতে চাই। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসাও করেন ট্রাম্প।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
কেজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।