ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দেশে আইনের শাসন নেই বলে মুক্তি পাচ্ছি না: খালেদা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
দেশে আইনের শাসন নেই বলে মুক্তি পাচ্ছি না: খালেদা পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় আছেন খালেদা জিয়া

ঢাকা: দেশে আইনের শাসন বলতে কিছু নেই। তাই মুক্তি পাচ্ছেন না বলে আইনজীবীদের জানিয়েছেন খালেদা জিয়া। 

রোববার (২৫ মার্চ) খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া সুস্থ আছেন, তার মনোবল দৃঢ় আছে।

এর আগে বিকেলে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুর রেজাক খান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।