ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জনতার হামলায় দৌলতপুর হাইস্কুলের প্রধান শিক্ষকসহ আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
জনতার হামলায় দৌলতপুর হাইস্কুলের প্রধান শিক্ষকসহ আহত ২

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিক্ষুব্ধ জনতার হামলায় আহত হয়েছেন দৌলতপুর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ও তার ছেলে।

রোববার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে স্কুলের প্রধান গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে দৌলতপুর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ফরাত আলী তার ছেলে ও নিকট আত্মীয়কে গোপনে নিজ স্কুলে নিয়োগ দেন।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় এমপি রেজাউল হক চৌধুরী, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌফিকুর রহমান ও দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক গত বৃহস্পতিবার দুপুরে স্কুলে উপস্থিত হয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সে অনুযায়ী রোববার দুপুরে দৌলতপুর পাইলট হাইস্কুল ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় দৌলতপুর পাইলট হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মুফাজ্জল হক দৌলতপুর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ফরাত আলীর ছেলে ফয়সাল মাহমুদ প্রিন্স ও তার নিকট আত্মীয় আসিফ মাহমুদকে গোপনে শিক্ষক ও কর্মচারী পদে নিয়োগের বিষয়টি স্বীকার করেন। এসময় সভায় তুমুল হৈ চৈ ও বাকবিতণ্ডার সৃষ্টি হলে সভা পণ্ড হয়ে যায়।
 
কিছুক্ষণ পর সভার সভাপতি মুফাজ্জল হক, প্রধান শিক্ষক ফরাত আলী ও তার ছেলে ফয়সাল মাহমুদ প্রিন্স স্কুল থেকে বের হলে বিক্ষুব্ধ জনতা তাদের ওপর হামলা চালায়। এসময় সভাপতি মুফাজ্জল হক পালিয়ে গেলেও জনতার হামলায় প্রধান শিক্ষক ফরাত আলী (৫৭) ও তার ছেলে ফয়সাল মাহমুদ প্রিন্স (৩০) আহত হন। পরে তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হামলার বিষয়ে দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, হাইস্কুল গেটের সামনে কে বা কারা দৌলতপুর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ও তার ছেলের ওপর হামলা চালিয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
   
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।