ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় মাহেন্দ্র-মাইক্রোবাস সংঘর্ষে আহত ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
সাতক্ষীরায় মাহেন্দ্র-মাইক্রোবাস সংঘর্ষে আহত ১১

সাতক্ষীরা: সাতক্ষীরায় মাহেন্দ্র ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। রোববার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলার কালিগঞ্জ উপজেলার মহৎপুর গ্রামের শামছুর রহমানের ছেলে মমিনুর রহমান ও মকছুর রহমান, একই গ্রামের মোকলেছুর রহমানের স্ত্রী তাসলিমা খাতুন, মাকছুর আলীর স্ত্রী হোসনে আরা বেগম, যশোরের কেশবপুর উপজেলার শহীদুল ইসলামের স্ত্রী রাফিজা খাতুন, সাতক্ষীরা সদর উপজেলার চর বালিথা গ্রামের আফজাল গাজীর ছেলে আসমা খাতুন, সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ার শওকত হোসেনের ছেলে সেলিম, একই গ্রামের সাখাওয়াত আলীর ছেলে পিংকু, কালিগঞ্জের ধলবাড়িয়া গ্রামের ইউসুফ সরদারের ছেলে নজরুল ইসলাম, তালার জাফর আলীর ছেলে আবুল হোসেন ও কুমিরার আইজউদ্দিনের ছেলে কুদ্দুস।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ঘটনাটি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শাকদাহ ব্রিজ এলাকায় মাহেন্দ্র ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্র’র চালকসহ বেশ কয়েকজন আহত হন।

তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. ইকবাল মাহমুদ বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।