নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে এই প্রতিযোগিতার আয়োজন করেছে ইস্পাহানি মির্জাপুর।
ইতোমধ্যে প্রতিযোগিতার নাম নিবন্ধন শুরু হয়েছে।
এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চুড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশসেরা বাংলাবিদ পুরস্কার হিসেবে পাবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে তিন ও দুই লাখ টাকার মেধাবৃত্তি। বাকি ১০ জন প্রতিযোগী পাবে একটি ল্যাপটপ ও ব্যক্তিগত পাঠাগার গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বই ও আলমারি।
দেশের আটটি বিভাগে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সেখান থেকে বাছাই করা ৮০ জন শিক্ষার্থী মূল পর্বে অংশ নেবে। পরে স্টুডিও রাউন্ড পর্বে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। বিস্তারিত জানা যাবে www.banglabid.com -এ।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এনটি