ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে শাবিপ্রবির আহত ছাত্রলীগ নেতা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
২৪ ঘণ্টার পর্যবেক্ষণে শাবিপ্রবির আহত ছাত্রলীগ নেতা

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন নাঈমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

রোববার (২৫ মার্চ) সন্ধ্যায় দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে প্রক্টর জহির উদ্দীন আহমেদ এ তথ্য জানান। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শাহপরান হলের ৩২৫নং কক্ষ দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন নাঈমকে ছুরিকাঘাত করেন গণশিক্ষা বিষয়ক সম্পাদক অাবদুর রশীদ রাসেল। এ ঘটনায় সাদ্দাম হোসেন নামে অারেক ছাত্রলীগ কর্মী আহত হন। তাকেও ওসমানীতে পাঠানো হয়েছে।  

অাহত জাহিদ বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং আবদুর রশীদ রাসেল সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তারা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী।

এ বিষয়ে আবদুর রশীদ রাসেল অভিযোগ করেন, আমি দুপুরে নিজ কক্ষে ঢুকতে গেলে জাহিদ হাসানের নেতৃত্বে ১০-১৫ জন কক্ষ দখল করতে গেলে ধস্তাধস্তির সময় এ ঘটনা ঘটে। তবে সাধারণ সম্পাদক ইমরান খান বাংলানিউজকে বলেন, ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।