রোববার (২৫ মার্চ) সন্ধ্যায় দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে প্রক্টর জহির উদ্দীন আহমেদ এ তথ্য জানান। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শাহপরান হলের ৩২৫নং কক্ষ দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন নাঈমকে ছুরিকাঘাত করেন গণশিক্ষা বিষয়ক সম্পাদক অাবদুর রশীদ রাসেল। এ ঘটনায় সাদ্দাম হোসেন নামে অারেক ছাত্রলীগ কর্মী আহত হন। তাকেও ওসমানীতে পাঠানো হয়েছে।
অাহত জাহিদ বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং আবদুর রশীদ রাসেল সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তারা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী।
এ বিষয়ে আবদুর রশীদ রাসেল অভিযোগ করেন, আমি দুপুরে নিজ কক্ষে ঢুকতে গেলে জাহিদ হাসানের নেতৃত্বে ১০-১৫ জন কক্ষ দখল করতে গেলে ধস্তাধস্তির সময় এ ঘটনা ঘটে। তবে সাধারণ সম্পাদক ইমরান খান বাংলানিউজকে বলেন, ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এনটি