ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গণহত্যা দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্জ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
গণহত্যা দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্জ্বলন মোমবাতি প্রজ্জ্বলন

ব্রাহ্মণবাড়িয়া: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

রোববার (২৫ মার্চ) রাতে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জেলা প্রশাসন এ আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।