ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ছাত্রীদের বাইসাইকেল প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
নীলফামারীতে ছাত্রীদের বাইসাইকেল প্রতিযোগিতা বাইসাইকেল প্রতিযোগিতা

নীলফামারী: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নীলফামারীর ডোমারে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ মার্চ) সকালে মির্জাগঞ্জ কলেজের আয়োজনে জোড়াবাড়ি ইউনিয়ন আন্তঃস্কুল ও কলেজছাত্রীদের মধ্যে এ প্রতিযোগিতা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত আমিনুল হোসেন সরকার।

দুই কিলোমিটার দুরত্বের এ প্রতিযোগিতা তিন ভাগে ভাগ করা হয়। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত জুনিয়র, ৯ম থেকে ১০ শ্রেণি পর্যন্ত সিনিয়র ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কলেজ বিভাগের মধ্যে সাইকেল প্রতিযোগিতায় বিপুল সংখ্যক ছাত্রী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ৯১০১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।