ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত ৩০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত ৩০

সাতক্ষীরা: সাতক্ষীরার ভৈবরনগরে সড়ক দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছেন।

‌রোববার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘ‌টে।

আহতদের মধ্যে আলম, আরজু মিয়া, তু‌লি ও হা‌সিবের নাম জানা গেছে।

তাদের বা‌ড়ি যশোরের অভয়নগর থানার নওয়াপাড়ায়।

আহতরা জানান, তারা যশোরের নওয়াপাড়া থেকে সুন্দরবনে বনভোজনে গিয়ে‌ছিলেন। ফেরার পথে তাদের বহনকারী বাস এক‌টি আলমসাধুকে ধাক্কা দেয়। এতে বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির বাংলানিউজকে জানান, আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চি‌কিৎসক ডা. ইকবাল মাহমুদ বাংলা‌নিউজকে জানান, আহতদের মধ্যে চারজনকে ভ‌র্তি হয়েছে। বাকিদের প্রাথমিক চি‌কিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।