ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উত্তরা দুই নম্বর সেক্টর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) নরুজ্জামান বাংলানিউজকে জানান, রাতে উত্তরা দুই নম্বর সেক্টর এলাকায় একটি বাস ওই যুবককে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই যুবকের পরনে ছাই রংয়ের পেন্ট ও গায়ে কিছু ছিল না। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।